Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে মালীগাঁও ইউনিয়ন পরিষদ

মালিগাঁও বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত দাউদকান্দি উপজেলার একটি ইউনিয়ন

আয়তন[সম্পাদনা]

১২ বর্গ কি.মি.

জনসংখ্যা[সম্পাদনা]

মোট জনসংখ্যা ২৪,০০০ জন। এর মধ্যে নারী ১২১৫৫ ও পুরুষের সংখ্যা ১১৮৫৪ জন।

ইতিহাস[সম্পাদনা]

মালিগাঁও ইউনিয়ন পূর্বে মোহাম্মদপুর পূর্ব ইউনিয়ন নামে পরিচিত ছিল।

অবস্থান ও সীমানা[সম্পাদনা]

দাউদকান্দি উপজেলার পূর্বাংশে মালিগাঁও ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পশ্চিমে মোহাম্মদপুর পশ্চিম ইউনিয়ন, উত্তর-পশ্চিমে জিংলাতলী ইউনিয়ন, উত্তরে ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন, পূর্বে ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন ও চান্দিনা উপজেলার সুহিলপুর ইউনিয়ন এবং দক্ষিণে চাঁদপুর জেলার কচুয়া উপজেলার সাচার ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]

মালিগাঁও ইউনিয়ন দাউদকান্দি উপজেলার আওতাধীন একটি ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম দাউদকান্দি থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৪৯নং নির্বাচনী এলাকা কুমিল্লা-১ এর অংশ।


শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]

  1. মালীগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়।
  2. নবগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়।
  3. হাটখোলা আদর্শ উচ্চ বিদ্যালয়।
  4. তালের ছেও নেছারিয়া আলিয়া মাদ্রাসা।
  5. মালীগাওঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  6. মালীগাওঁ নূরানী হাফিজিয়া মাদ্রাসা।

যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]

অত্র ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নত। এখানে,

  • পাকা রাস্তা = ১৫ কি.মি.
  • আধাঁ পাকা = ৩ কি.মি.
  • কাঁচা রাস্তা = ৫ কি.মি.

তাছাড়া এল.জি.এস.পি, ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলে, জেলা পরিষদ, উপজেলা ১% ভূমি উন্নয়ন কর ইত্যাদি তহবিলের বরাদ্দ হতে বাস্তবায়িত অসংখ্য আর.সি.সি. পাকা রাস্তা রয়েছে যা অত্র ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন সাধন করেছে।

খাল ও নদী[সম্পাদনা]

অত্র ইউনিয়নের মধ্য দিয়ে একাধিক ছোট খাল বয়ে গেলেও তেমন উল্লেখযোগ্য কেনো নদী নেই।

হাট-বাজার[সম্পাদনা]

  1. কালাসোনা বাজার
  2. বায়নগর বাজার
  3. হাটখোলা বাজার

দর্শনীয় স্থান[সম্পাদনা]

  1. মালীগাঁও হাসপাতাল।
  2. মালীগাঁও ভূইয়া বাড়ি জামে মসজিদ।
  3. মালীগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়।
  4. মালীগাঁও সরকার বাড়ি জামে মসজিদ।

জনপ্রতিনিধি[সম্পাদনা]

চেয়ারম্যান জনাব মোস্তাক আহম্মেদ

আরও দেখুন[সম্পাদনা]